ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহে স্কিল কম্পিটিশন

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহে স্কিল কম্পিটিশন

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ কারিগরি মেলা ও স্কিল কম্পিটিশন, মতবিনিময় সভার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে (রপই) উদ্যোগে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক, ড. চিত্রলেখা নাজনীন। পরে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দেশকে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় রপই সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক, ড. চিত্রলেখা নাজনীন। বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুরের পরচালক খন্দকার মো. নাহিদ হাসান, ইন্সট্রাক্টর (কম্পিউটার), হেলাল উদ্দীন আহমেদ ও চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. আসাদুজ্জামান মহাদেব কুমার প্রমুখ। মেলায় ১৮টি স্টল স্থান পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত