ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় জাদুঘরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিল্পকর্ম প্রদর্শনী

জাতীয় জাদুঘরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিল্পকর্ম প্রদর্শনী

বাংলাদেশ জাতীয় জাদুঘর সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগ জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বাংলাদেশের প্রবীণ ও নবীন শিল্পীদের আঁকা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক ৭৪টি শিল্পকর্ম নিয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার (রুটিন দায়িত্ব) শক্তি পদ হালদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত