ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মা নদী বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাই : লিটন

পদ্মা নদী বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাই : লিটন

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে মহানগরীর ৯নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব হজরত শাহ মখদুম ঈদগাহ মাঠ সংলগ্ন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পদ্মা নদীকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাই। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু এবং রাজশাহীতে নৌবন্দর স্থাপন করতে চাই। এটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এবার আমার প্রধান কাজ হবে আপনাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থান দেয়া। কর্মসংস্থানের জন্য ঢাকা থেকে শিল্পপতিদের এনে শিল্প-কারখানা গড়ে তুলতে চাই। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী কামাল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, জাতীয় দলের সাবেক কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, মো. আসলাম শেখ, মো. আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, এফবিসিসিআইয়ের পরিচালক বিশিষ্ট শিল্পপতি শামসুজ্জামান আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল জামান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান টুলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অত্র এলাকার সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত