ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাজেদ সর্দার লেনে ১৯ শতক জায়গা দখলমুক্ত করল দক্ষিণ সিটি

মাজেদ সর্দার লেনে ১৯ শতক জায়গা দখলমুক্ত করল দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মাজেদ সর্দার লেনে প্রায় ১৯ শতক জায়গা অবৈধ দখলমুক্ত করেছে ডিএসসিসি।

গতকাল দিনব্যাপী অভিযানের মাধ্যমে কর্পোরেশনের মালিকানাধীন এ জমি অবৈধ দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ১৯৮৭ সালে কর্পোরেশন থেকে ১০.৯৭ শতক জমি লিজ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইউসেফ সেখানে একটি স্কুল পরিচালনা করে আসছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত বছর ইউসেফ সেখান থেকে তাদের স্কুল অন্যত্র স্থানান্তর করলে গুটিকয়েক স্থানীয় দখলদার সেখানে একটি অস্থায়ী কাঁচাবাজার, প্রায় ৮ শতক জায়গায় আশার আলো নামক একটি ক্লাব এবং একটি অবৈধ পলিথিন কারখানা গড়ে তোলে। গতকাল অভিযান পরিচালনার মাধ্যমে সেখানকার অবৈধ সব স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করেছে ডিএসসিসি। অভিযান প্রসঙ্গে কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাজেদ সর্দার লেনের এই জমিটার মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ১৯ শতক পরিমাণের এই জায়গায় বেসরকারি একটি প্রতিষ্ঠান স্কুল পরিচালনা করত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত