দুদকের মামলা

পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর জেল-জরিমানা

প্রকাশ : ২০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী হাছনা বানুর ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে রংপুরের স্পেশাল জর্জ হায়দার আলী এ রায় প্রদান করেন। এ রায় ঘোষণার সময় আসামি হাসনা বানু আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতে নেয়া হয়। কোর্ট ও মামলার বিবরণি সূত্রে জানা যায়, আসামি মোছা: হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী রংপুর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি চাকুরি কালীন সময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা দায়ের করে। দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জসিট দাখিল করে দুদক। মামলায় ৭ জন সাক্ষী ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামি হাসনা বানু লিপিকে দোষি সাব্যস্ত করে ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সাথে আত্মসাৎকৃত ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ ব্যাপারে দুদকের আইনজীবী একেএম হারুন উর রশীদ জানান, মামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।