গোদাগাড়ীতে মাদকের চালান উদ্ধার, আটক এক

প্রকাশ : ২০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ীতে ঘরের মধ্যে ব্যাংকের মতো ভল্ট থেকে ২৫ ভরি স্বর্ণ, ২৪ লাখ ৫০ হাজার টাকা, সাড়ে ৭ কেজি হেরোইন ও ১৮ বোতল ফেনসিডিলের একটি বড় চালান উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীর অভিনব কৌশলে ঘরের মধ্যে ব্যাংকের মতো ভল্ট বানিয়ে হেরোইন মজুদ রেখেছিল। পুলিশের বিশেষ দল গত রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে মাদকের এই বিশাল চালান হেরোইন, ফেনসিডিল, নগদ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধারসহ জিয়ারুল ইসলাম জিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী জিয়ারুল গোদাগাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। অভিযানের পর গতকাল দুপুরে জেলা পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রানা এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোদাগাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আচুয়া কসাইপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানের প্রথম পর্যায়ে জিয়ারুলের বাড়ি থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অধিকতর তল্লাশির এক পর্যায়ে তার বাড়িতে বিশাল একটা আধুনিক এবং সুরক্ষিত স্টিলের তৈরি ভল্ট পাওয়া যায়। ভল্টের চাবির জন্য অনুরোধ করা হলেও জিয়ারুল চাবি না দেয়ায় এবং গোয়েন্দা তথ্য থাকার কারণে ভল্ট ভাঙার জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়।