ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে রংপুরে গোলটেবিল বৈঠক

পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে রংপুরে গোলটেবিল বৈঠক

রংপুরে নগরের অধিবাসীদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে খাদ্য ব্যবস্থায় করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) হল রুমে সিনজেনটা ফাউন্ডেশনের নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রজেক্টের আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রসিক মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

কমিউনিকেশন স্পেশালিস্ট জাসিয়া মেহজাবিন হকের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মো. উম্মে ফাতিমা, রংপুর জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো জোবাইদুল কবির ও জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। বৈঠকে খাদ্য ব্যবস্থা এবং নাইস প্রকল্প নিয়ে আলোচনার মধ্যদিয়ে বৈঠকের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুল আলম তালুকদার। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেনেবল এগ্রিকালচার বাংলাদেশ’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. মাহবুবুল আলম। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি রসিক মেয়র মোস্তফা বলেন, আমি সিউল, দক্ষিণ কোরিয়ার রাজধানী এবং স্মার্ট সিটির পরিকল্পনা দেখে এসেছি। রংপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নগরী। অধিবাসীদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে খাদ্য ব্যবস্থা এবং নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছে নাইস প্রকল্প। তিনি নাইস প্রকল্পের সব কার্যক্রমের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে বক্তারা শহরের খাদ্য ব্যবস্থার সাথে জড়িত বিষয়সমূহ সবার সামনে তুলে ধরেন এবং খাদ্য ও পুষ্টি-সংক্রান্ত বিবিধ আলোচনা করেন। নাইস প্রকল্পের মাধ্যমে আমাদের বিভিন্ন কাজ স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শেষ করতে হবে, ধাপ সিটি মার্কেট সংস্কার, বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালনের মতো সচেতনতামূলক কাজ করছে নাইস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত