ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অতুলপ্রসাদ ও গৌরীপ্রসন্নের স্মরণে সাত দিনের আয়োজন সমাপ্ত

অতুলপ্রসাদ ও গৌরীপ্রসন্নের স্মরণে সাত দিনের আয়োজন সমাপ্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান: স্মৃতি সত্তা ভবিষ্যতের সমাপনী হলো আজ। বাংলাদেশের বরেণ্য শিল্পী, সুরকার, সঙ্গীতজ্ঞদের স্মরণে এ অনুষ্ঠানের সমাপনী দিনে আজ স্মরণ করা হয় সংগীত ভুবনের দুই দিকপাল অতুলপ্রসাদ সেন এবং গৌরীপ্রসন্ন মজুমদারকে। গত সোমবার একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পঞ্চকবির অন্যতম অতুলপ্রসাদ সেন এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। প্রথম পর্যায়ে অতুলপ্রসাদ সেন স্মরণে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. শাহনাজ নাসরীন ইলা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অণিমা রায় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন একাডেমির সম্মানিত সচিব সালাহউদ্দিন আহাম্মদ। তার বক্তব্যে তিনি বলেন- ‘সংগীতে অতুলপ্রসাদ সেনের ভূমিকা অসামান্য। ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ এই একটি গানের জন্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন।’ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অতুল প্রসাদ সেন শিরোনামে গান পরিবেশন করেন শিল্পী অনিমা রায়। ড. অনুপম কুমার পালের কণ্ঠে পরিবেশিত হয় ‘ওগো নিঠুর দরদী’ ও ‘যাব না যাব না ঘরে’। ছায়া কর্মকার পরিবেশন করেন ‘মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে’ ও ‘জল বলে চল মোর সাথে চল’ দুটি গান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত