ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরের টুকরো খবর

ঈদে বরাদ্দ ৩ হাজার মেট্রিক টন চাল

ঈদে বরাদ্দ ৩ হাজার মেট্রিক টন চাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলার অতি দরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় রংপুরে ২ হাজার ৮৬৩ দশমিক ৪৫০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। জেলা ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রংপুর জেলার ৩ পৌরসভা ও ৮ উপজেলার ২ লাখ ৮৬ হাজার ৩৪৫টি অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সহযোগিতায় তালিকাভক্তির মাধ্যমে আট উপজেলার ৭৬টি ইউনিয়ন এবং বদরগঞ্জ, পীরগঞ্জ ও হারাগাছ এই তিন পৌরসভার তালিকাভুক্ত প্রতি পরিবারে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ঈদুল আজহার আগেই দরিদ্র ও নিঃস্ব পরিবারগুলোর মধ্যে ভিজিএফ চাল বিতরণ শেষ করা হবে, যাতে তারা ঈদ উৎসব উদযাপন করতে পারে। এই কর্মসূচির আওতায় সদর উপজেলায় ১৫ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ডধারী পরিবার, মিঠাপুকুরে ৬৮ হাজার ৪০৩টি, পীরগঞ্জে ৩৮ হাজার ২১২টি, পীরগাছায় ৪৮ হাজার ৩৮৪টি, কাউনিয়ায় ২৭ হাজার ৫৯২টি, গঙ্গাচড়ায় ৪২ হাজার ৮২৫টি, বদরগঞ্জে ২৩ হাজার ৮৯৮টি এবং তারাগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৬৯৪টি পরিবার ১০ কেজি করে এচাল পাচ্ছে। এছাড়া বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচির আওতায় বদরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার, পীরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১টি ও হারাগাছ পৌরসভায় ১ হাজার ৫৪০টি পরিবারের মধ্যে এ চাল পাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত