ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিআরটিসি’র ২৯৫ তম পর্ষদ সভা

বিআরটিসি’র ২৯৫ তম পর্ষদ সভা

গতকাল বৃহস্পতিবার সকালে বিআরটিসি’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিসি’র ২৯৫ তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভায় উপস্থিত ছিলেন প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। পর্ষদ সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএম কামরুজ্জামান, পরিচালক (প্রশাসন), বিআরটিসি। সভার শুরুতেই চেয়ারম্যান সদ্য যোগদানকৃত পরিচালক ড. অনুপম সাহা এবং পদোন্নতি প্রাপ্ত জিএম ফাতেমা বেগমকে উপস্থিত সবার সামনে পরিচয় করিয়ে দেন। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসি সেবাদানের পাশাপাশি লাভ করবে এবং লাভের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে। প্রতিষ্ঠানটির টেকসই উন্নয়নকে ধরে রাখার বিষয়ে আলোচনা করা হয়। পর্ষদ সভায় নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়- বিআরটিসি’তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রদান। কল্যাণ তহবিলে প্রতি মাসে বেতন হতে কর্তনকৃত ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকায় উন্নীতকরণ। নগর পরিবহন ও মেট্রো রেলের যাত্রী পরিবহনে বিআরটিসি’র বাস পরিচালনা ও বিআরটি’র সাথে বিআরটিসি যৌথভাবে কাজ করা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়িগুলো মেরামতের জন্য তাদের সাথে বিআরটিসি চুক্তি হয়। ট্যাক্স ফাইল নিয়মিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ।

বিআরটিসি’র অর্গানোগ্রাম এবং প্রবিধানমালা সংশোধন-পূর্বক হালনাগাদ করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রেরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন। বিআরটিসি’র আর্টিকুলেটেড বাসে স্বল্প ব্যয়ে নিজস্ব ব্যবস্থাপনায় রাবার ভ্যালুস প্রস্তুত। মোটরযান ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ কোর্সে ‘কোর্স নির্দেশিকা’ প্রণয়ন। মোটর ড্রাইভিং (হালকা ও ভারি) কোর্সের ফি বর্ধিতকরণ। সভায় পর্ষদ সভার সভাপতি বলেন, আমরা স্বচ্ছতা ও সক্ষমতায় বিশ্বাসী। স্বচ্ছতা নিশ্চিতকরণ ও সক্ষমতা টেকসই করার লক্ষ্যে বিআরটিসি’র সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্ষদের মাধ্যমে সম্পাদন করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত