খোয়া যাওয়া ২৭ ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

দেশের বিভিন্ন স্থানে থেকে চুরি-ছিনতাই হওয়াসহ হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল ফোন মালিকদের হাতে বুঝিয়ে দিয়েছেন বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল বেলা ১১টায় বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। এ সময় তিনি বলেন, বিভিন্নভাবে খোয়া যাওয়া ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে আজ ফিরিয়ে দিচ্ছি। এ নিয়ে এ পর্যন্ত আমরা ৮০টির ওপরে খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। তিনি বলেন, এ মোবাইল ফোনগুলো যে শুধু বরিশাল রেঞ্জ বা মেট্রোপলিটন এলাকা থেকে খোয়া গেছে এমন নয়, দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, বিভিন্ন থানা থেকে সাধারণ ডায়েরি সংগ্রহ করে মোবাইল ফোন উদ্ধার কার্যকম শুরু করলেও এখন অনেকেই আমাদের কাছে তাদের অভিযোগ দিচ্ছে। তবে সংশ্লিষ্টদের অবশ্যই নিজ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ দিয়ে আসতে হবে। মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ও সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী। এদিকে মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। বরিশাল নগরের বন্দর থানাধীন এলাকার বাসিন্দা মাহফুজা বলেন, আমার মোবাইল ফোনটি খোয়া যাওয়ার পর কেউ বলেনি ফিরে পাব, তাই ফিরে পাওয়ার কথা মাথায় আসেওনি। নতুন মোবাইলও কিনে ফেলেছিলাম; কিন্তু যখন জানতে পারলাম প্রায় ২ মাসের মাথায় আমার সেটটি পাওয়া গেছে তখন খুব খুশি হয়েছি।