ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে ইউনি২০-সম্মেলনে ড. মো. সবুর খান

ভারতে ইউনি২০-সম্মেলনে ড. মো. সবুর খান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সভাপতি ড. মো. সবুর খান বলেছেন, ‘জি ২০ এবং অন্যান্য দেশের উচ্চ শিক্ষা নেতৃবৃন্দের ইউনি২০ শীর্ষ সম্মেলন বিশ্ববিদ্যালয়গুলোর রূপান্তরমূলক ভূমিকা বাড়ানোর উপায়গুলো সম্পৃক্ত করার এবং অন্বেষণ করার একটি অমূল্য সুযোগ প্রদান করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি এবং বিশ্বব্যাপী উচ্চ শিক্ষার অগ্রগতিতে অবদান রাখার সুযোগের জন্য কৃতজ্ঞতা জানান। গত ১৯ এবং ২০ জুন, ভারতের মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জি২০ সিরিজের ইভেন্ট, টহর২০-এ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা নেতৃবৃন্দ এবং শিক্ষা উদ্যোক্তারা সমবেত হন। ইভেন্টটি দ্য ট্রান্সফর্মেটিভ রোল অব ইউনিভার্সিটিজ থিমকে কেন্দ্র করে এবং ৪৬টি দেশের নেতাদের অংশগ্রহণে আয়োজিত হয় যেখানে শিক্ষা নেতারা তাদের অভিজ্ঞতা এবং মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়গুলির রূপান্তরমূলক প্রভাব নিশ্চিত করার সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে ড. মো. সবুর খান প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ এবং এইউএপি’র প্রতিনিধিত্ব করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত