ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইডিসিএল’র রক্তদান কর্মসূচি পালন

ইডিসিএল’র রক্তদান কর্মসূচি পালন

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সাথে এসেসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) কার্যক্রম হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। সারা দিনে ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. এহসানুল কবির জগলুল বলেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি। যে প্রতিষ্ঠানটি মানব সেবায় কাজ করে যাচ্ছে সব সময়। ২ কোটি মানুষের ওষুধ সরবরাহসহ করোনাকালীন সময়ে ইডিসিএলের কার্যক্রম বেশ প্রশংসনীয়, যা বর্তমানে আরো মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত হতে পেরেছে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এ সময় রক্তদানের মতো দেশ সেবায় সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়োজিত থাকার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত