তরুণদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের তাগিদ রসিক মেয়রের

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ভালো কারিগরি ইনস্টিটিউটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বড় ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা দেশ-বিদেশে চাকরি করে পরিবারের স্বচ্ছলতার আনার পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন করবে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর খামার মোড়ে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের এক যুগ পূর্তি উপলক্ষ্যে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রসিক মেয়র শিক্ষার্থীদের মানসম্মত প্রদানে শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় রসিক মেয়র ফিতা ও কেক কেটে দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সাহেলী ইয়াসমিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মদ, রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলীসহ প্রমুখ।