ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া টাউন জামে মসজিদে সকাল ৮টায়, জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাত আয়োজন করা হবে। সভায় বলা হয়, জেলার সব অনুমোদিত পশুর হাটে প্রাণিসম্পদ দপ্তরের মেডিকেল টিম থাকবে। নগরীর পশুর হাট, বিপণিবিতানসহ মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম এনাম আহমেদ জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা ৫৯৫ মেট্রিকটন। জেলায় ৩ হাজার ৭৪৩ মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। সুতরাং চামড়া সংরক্ষণে লবণের কোনো সংকট নেই। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বাস-লঞ্চ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ইমাম পরিষদের নেতারা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত