জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ফল উৎসব ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফল উৎসব উপলক্ষ্যে সমবেত হয়েছিলেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের উদ্বোধন হয় জাতীয় প্রেসক্লাব থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সীমান্ত খোকন। ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লি বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল। অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন। দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, হাঁড়ি ভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, পেয়ারা, ডেউয়া, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব ও জাম ইত্যাদি। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও বাউল গান উপভোগ করেন সবাই।