রংপুরে সেপটিক ট্যাঙ্ক স্থাপনের সময় নিহত দুই

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে নতুন সেপটিক ট্যাঙ্ক স্থাপনের সময় অক্সিজেন স্বল্পতায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বখতিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া ও পানবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানান, বখতিয়ারপুর চেয়ারম্যান মোড় এলাকায় জনৈক এনামুল হকের তিনতলা বাড়ির সেপটিক ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অনেক গভীরতায় অক্সিজেন স্বল্পতায় দুই শ্রমিক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, বিষয়টি দুর্ঘটনা। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।