ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামের টুকরো খবর

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সমাবেশ

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সমাবেশ

জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট নগর কমিটির সভাপতি মিরাজ উদ্দিন। নগর কমিটির স্কুলবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর বাজেটের আকার বড় হয়। কিন্তু শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ দিন দিন কমছে। সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রায় ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। চলতি অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে জাতীয় বাজেটের ১১ দশমিক ৫৭ ভাগ। প্রতি বছর উৎপাদনশীল খাতগুলোতে বরাদ্দ কমিয়ে অনুৎপাদনশীল খাতগুলোতে বরাদ্দ দিন দিন বাড়ানো হচ্ছে। শিক্ষার অবকাঠামোগত সংকট আজ ভয়াবহ। স্কুলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষক, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, বই, ল্যাবরেটরি সরঞ্জাম। অন্যদিকে নোট ও গাইড বইনির্ভর শিক্ষাই আজ শিক্ষার প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমনকি যে সৃজনশীল পদ্ধতির নামে নতুন ধরনের শিক্ষার আয়োজন করার কথা ছিল, সেটাও আজ কোচিং সেন্টার ও মুখস্থনির্ভর হয়ে পড়েছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংকট নিরসনে আগামী ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত