ঘাসফুল নির্বাহী কমিটির সভা
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
ঘাসফুল নির্বাহী পরিষদের চেয়ারম্যান চবি সিনেট সদস্য ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ঘাসফুল নির্বাহী কমিটির সভা সম্প্রতি সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ ‘লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড একাউন্টিং’ ক্যাটাগরিতে ‘টপ-ফিফটি’ ওমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস-২০২৩ অর্জন করায় ঘাসফুল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সভায় ঘাসফুলের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্ঠপোষক মরহুম এমএল রহমানসহ গত ৫০ বছরে ঘাসফুল-সহযাত্রী যেসব সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। উপস্থিত নির্বাহী কমিটির সদস্যরা গ্রামীণ জনগণের জন্য গৃহীত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করে কার্যক্রমকে আরো জোরদার করার তাগিদ দেন। উক্ত সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন, ঘাসফুল নির্বাহী কমিটির সহ-সভাপতি শিব নারায়ণ কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ।