চবিতে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
ডিজিটাল এন্টারপ্রিনিউয়ারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, আইসিটি ডিভিশন কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব স্থাপনে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক এক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ডিজিটাল এন্টারপ্রিনিউয়ারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর আবুল ফাতেহ মো. বালিগুর রহমান। এতে প্রশিক্ষণ প্রদান করেন উক্ত প্রজেক্টের পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞ ড. মোহাম্মদ বিল্লাল হোসেন ও প্রজেক্ট কনসালটেন্ট সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ জনাব নজরুল ইসলাম। উপাচার্য তার বক্তব্যে উপস্থিত বাইকে শুভেচ্ছা জানান এবং একটি সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক শিক্ষার পাশাপাশি ভৌত অবকাঠামো উন্নয়নে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এসব কার্যক্রমে ঠিকাদারি প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন তাদের অবশ্যই প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষাসামগ্রী ব্যবহারের মাধ্যমে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উপাচার্য এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের অধিকতর সচেতন থাকার পরামর্শ দেন।