আইআইইউসি ‘ইসলামিক ইউনিভার্সিটিস লিগ’ এর কার্যকরী সদস্য নির্বাচিত
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
ড. আবু রেজানদভী এমপির প্রচেষ্টায় আইআইইউসি ‘ইসলামিক ইউনিভার্সিটিস লিগ’ এর কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে। বিশ্বের প্রায় ২০০টি ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। গত বৃহস্পতিবার সংস্থার সেক্রেটারি জেনারেল সৌদি বাদশাহর উপদেষ্টা ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল-ঈসা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি এক বিবৃতিতে বলেন, ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের দায়িত্ব নেয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রম আরব ও ইসলামী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমঝোতা চুক্তির মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্ববিদ্যালয়ের মান ও গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হই।