ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাবতলীতে যাত্রীর চাপ কম ঠিক সময়ে ছাড়ছে গাড়ি

গাবতলীতে যাত্রীর চাপ কম ঠিক সময়ে ছাড়ছে গাড়ি

ঈদের বাকি মাত্র কয়েকদিন। অথচ এ সময় টিকিট সোনার হরিণ হয়ে যায়। কোরবানির ঈদের আগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এখনো যাত্রী নেই। এমন পরিস্থিতিতে অনেক বাস মালিক কাউন্টার বন্ধ রেখেছে। এর মধ্যে অল্প সংখ্যক যাত্রী এলেও সহজেই যেমন মিলছে টিকিট, আবার যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো। গতকাল গাবতলী বাস টার্মিনলে এমন চিত্র দেখা গেছে। বাসকাউন্টার থেকে জানানো হয়, নানা কারণে যাত্রী সংকট গাবতলীতে। অনেকের হাতে টাকা-পয়সা নেইসহ নানা কারণে যাত্রী সংকট। দিগন্ত পরিবহনের ব্যবস্থাপক মো. মমিন বলেন, গাবতলী টার্মিনালে যাত্রী নেই, এমন চিত্র কখনো দেখিনি। সিট খালি রেখেই আমরা বাস ছাড়ছি, এতে তেলের দাম উঠছে না। যাত্রী এখন গাবতলী আসে না, পদ্মাসেতু হয়ে বাড়ি যাচ্ছে। এছাড়া এবার ঈদের আমেজও কম, মানুষের হাতে পয়সা কড়ি নেই। হাতে টাকা পয়সা না থাকায় ঈদের সেই আনন্দে ভাটা পড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ঢাকা সাতক্ষীরাগামী দ্রুতি পরিবহনের ব্যবস্থাপক কাজী তরিকুল ইসলাম বলেন, যাত্রীর অভাবে বাস ছাড়তে পারছি না। মানুষের হাতে টাকা কম। ঈদের সেই আনন্দ দেখছি না। গাবতলীতে হাতে টিকিট নিয়ে ঘুরছেন কাউন্টার মাস্টাররা। যাত্রীর জন্য হাঁকডাক করছেন। দু-একজন যাত্রী গাবতলীতে প্রবেশ করলেই ছুটে যাচ্ছেন। গাবতলী টার্মিনালে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর এলাকায় বসবাস করা মানুষ এ কাউন্টারে আসছেন। বাড়ির পাশে গাবতলী হওয়ায় তারা এ কাউন্টার থেকে টিকিট নিয়ে গ্রামে ফিরছেন। মাগুরা, রাজবাড়ীর অনেক যাত্রী আবার ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছেন।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আরিফুর রহমান। সপরিবারে ঈদ করতে যাবেন ঝিনাইদহে। গ্রামের বাড়িতে কোরবানি দেয়ার জন্য একটি গরু কিনেছেন তিনি। গাবতলীতে এসেই টিকিটও পেয়েছেন তিনি। এতে বেজায় খুশি তিনি। আরিফুর বলেন, একসময় গাবতলীতে এমন সময়ে (ঈদের এক-দুদিন আগে) টিকিট পাওয়া অসম্ভব ছিল। কিন্তু এবার এসে দেখি টিকিটের কোনো অভাব নেই। তবে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন ২৬ ও ২৭ জুন সরকারি ছুটি ঘোষণা হওয়ার ফলে কিছুটা যাত্রীর চাপ বাড়তে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত