ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘ক্রেতাদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করা যাবে না’

‘ক্রেতাদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করা যাবে না’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, ক্রেতাদের কাছ থেকে সরকার বা ইজারা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত খাজনার বেশি আদায় করা যাবে না। সেই সঙ্গে পশুর হাটে যেন কোনো প্রকার দালাল না থাকে সেদিকে হাট কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। গতকাল বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর সদরদপ্তরের সম্মেলনকক্ষে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খেয়াল রাখতে হবে পশুর হাট যেন রাস্তার সঙ্গে সংযুক্ত হয়ে যোগাযোগ ব্যবস্থার কোনো প্রকার বিঘ্ন না ঘটায়। সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের সময় প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে পারেন যে কেউ। এছাড়াও ইজারাদারদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক ও নৈশ প্রহরী রাখাসহ পশুর হাটে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা বাড়ানোর বিষয়েও অনুরোধ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত