রংপুরে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের অবহিতকরণ সভা

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ‘ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ (ইআইআর)’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আরডিআরএস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ, রংপুর সার্কেরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মো. হাবিবুর রহমান খান। এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এ ডাব্লিউ এম রায়হান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাইল করিম, বিএমডিএ নির্বাহী প্রকৌশলী মশিইর রহমান প্রমূখ। এতে বিভিন্ন রিজিয়নের নির্বাহী প্রকৌশলীগ, উপজেলা আট নির্বাহী অফিসার, আট থানার অফিসার ইনচার্জ; জনপ্রতিনিধি, উপকারভোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।