ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রাজশাহী জেলা ইউনিটের বিভিন্ন সময়ের আজীবন সদস্য ও বার্ষিক সদস্যবৃন্দের উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইফনিট সেক্রেটারি আবু সালেহ্। বক্তব্যের শুরুতে জেলা ইউনিটের সাথে সম্পৃক্ত যে সব সদস্য ইন্তেকাল করেন, শোক প্রস্তাবের মাধ্যমে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর পর তিনি বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। কমিশনার জাহাঙ্গীর আলম মন্ডল ও নির্বাচন কমিশনার এসএম একরামুল হককে সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সুশান্ত সরকার বক্তব্যে বলেন, প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল না থাকায় নির্বাচন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তিনি নির্বাচিত সবার নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে মো. জাকিরুল ইসলাম সান্টু, সেক্রেটারি হিসেবে মো. আবু সালেহ্; এবং সদস্য হিসেবে পাঁচজন মো. আবুল কালাম আজাদ, মো: আসাদুজ্জামান, মো. মকিদুজ্জামান, মো. সিদ্দিক আলম এবং পঙ্কজ কুমার দে’র নাম ঘোষণা করেন। এছাড়াও পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ৩ জন সদস্যের তালিকা উল্লেখ করেন। বিশেষ সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুর জামান শহিদ, সহ-সভাপতি ও জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও আজীবন সদস্য অ্যাড. নাসরীন আক্তার মিতা, কার্যনির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন রেজা ফেন্সি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও জেলা ইউনিটের আজীবন সদস্য বিপাশা খাতুন, উপদপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু ও ইউনিটের ইউনিট লেভেল অফিসার এসএম তৌকির আহমেদ। সাধারণ সভায় উপস্থিত ছিলেন যুবপ্রধান সোলাইমান রকিসহ সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত