ঈদের দুই দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করুন

ডিএসসিসি মেয়র

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঈদের দুই দিনের মধ্যে পশু কোরবানি কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগর ভবনের শীতলক্ষ্যা হলে দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র (ইওসি) উদ্বোধন শেষে তিনি এ অনুরোধ করেন। তাপস বলেন, দীর্ঘদিনের একটি প্রচলন রয়েছে ঈদের তৃতীয় দিনও অনেকে কোরবানির পশু জবাই করেন। এতে আমাদের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা দুরূহ হয়ে যায়। কারণ, সবাই তো একসময় কোরবানি দেয় না। একেক জন একেক সময় দেয়। আমরা এক সময় বর্জ্য অপসারণ করার পরও আবার দেখা যায় অন্যরা পশু জবাই দেয়। তাই সবাই যেন ঈদের দিন এবং ঈদের পরের দিনের মধ্যেই কোরবানির পশু জবাই এবং কোরবানির কার্যক্রম সম্পন্ন করেন, যাতে করে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে পারি। কোরবানির ঈদ সামনে রেখে আমাদের যে প্রস্তুতি, সেটি চলমান। এ নিয়ে আমাদের সভা রয়েছে। গতবার আমরা কোরবানির বর্জ্য অপসারণে যেভাবে সফল হয়েছি, এবারও সেই সুফল আমরা ঢাকাবাসীকে দিতে পারব। কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি আমরা প্রায় শেষ করেছি। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মেয়র তাপস বলেন, আজকে আমার অত্যন্ত আনন্দিত দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে। আমরা একটি উচ্চ পর্যায়ের অবস্থান করতে পেরেছি। আজকে দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রসহ পাঁচটি কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছতে পেরেছি।