ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

২৬ জুন ২০২৩ তারিখ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। দেশের মানুষের মানবাধিকার সংরক্ষণ, উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে আইন দ্বারা জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়। দেশে মানবাধিকার সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের নিকট সুপারিশ উপস্থাপনসহ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মতবিনিময়ের জন্য কমিশন সচিবালয়ের আওতাধীন নিজস্ব সকল প্রথম শ্রেণীর কর্মকর্তা সমন্বয়ে ‘জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন” গঠন করা হয়েছে। এই সংগঠন সদস্যদের যোগ্যতা অনুসারে প্রতিভা বিকাশেও ন্যায়সংগত অধিকার অর্জনে সহায়তা করবে এবং যাবতীয় অন্তরায় দূরীকরণে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে। মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচীতে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য যে, গত ১৮ জুন ২০২৩ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে সকল কর্মকর্তার উপস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স এ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা এবং সবার মতামতের ভিত্তিতে একটি গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ (এগারো) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভাপতি- জনাব কাজী আরফান আশিক, সহ-সভাপতি- জনাব, মোহাম্মদ গাজী সালাউদ্দিন, মহাসচিব- জনাব এম. রবিউল ইসলাম, যুগ্ম মহাসচিব সুস্মিতা পাইক, সাংগঠনিক সম্পাদক- মো. আজহার হোসেন, কোষাধ্যক্ষ মো. জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ফারহানা সাঈদ, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. তৌহিদ খান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন তুলতুল, নির্বাহী সদস্য এক জেসমিন সুলতানা, নির্বাহী সদস্য ০২- মোঃ রবিউল ইসলাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত