ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরের পীরগাছায় বাংলাদেশ সেনাবাহিনী বেইলি ব্রিজ স্থাপন এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

রংপুরের পীরগাছায় বাংলাদেশ সেনাবাহিনী বেইলি ব্রিজ স্থাপন এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন দামুর চাকলা বাজার-সংলগ্ন আলাইকুমারী নদীর ওপর ব্রিজটি গত ২৮ মে রাতে ভেঙে যায়। ফলে উপজেলার ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর ইউনিয়নের জনগণের চলাচলের ব্যস্ততম এই রাস্তাটির সঙ্গে রংপুরসহ অন্যান্য জেলা ও উপজেলার সবরকম যোগাযোগ বন্ধ হয়ে যায়। জনসাধারণের চলাচলের সুবিধার্থে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী ব্রিজ (বেইলি ব্রিজ) স্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলশ্রুতিতে গত ১৯ জুন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আলাইকুমারী নদীর ওপর ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছে। উক্ত ব্রিজের কাজ চলাকালে ১৬ জুন ২০২৩ তারিখে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ এবং ১৭ জুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্রিজটি পরিদর্শন করেন। ব্রিজের কাজ স্বল্প সময়ে দ্রততার সঙ্গে সম্পন্ন করায় স্থানীয় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে। ব্রিজ নির্মাণের ফলে জনসাধারণের যোগাযোগের অসুবিধা দূর হয়েছে। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক গত ১৯ জুন রংপুর এরিয়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৩ চলাকালীন রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। উল্লেখ্য, তিনটি জেলায় ৭০৯ জন পুরুষ, ৭২২ জন মহিলা, ৪৮৫ জন শিশু এবং ১৭৫ জনের ব্লাড গ্রুপিংসহ সর্বমোট ২,০৯১ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও ১৫৫ জনের ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা করা হয়েছে এবং বেশ কিছুসংখ্যক রোগীর জটিল রোগের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত