খুলনায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনায় শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা নগরীর জাহান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, করোনাকালীন থেকে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেক ঈদে গরিব-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। করোনাকালীন দেশের ক্রান্তিলগ্নে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। এ সরকারের আমলেই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রচলন করা হয়। দেশের দারিদ্র্যতার হার ৪০ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নেমে এসেছে। এতে দেশের জনগণের জীবনমান উন্নত হয়েছে। সরকারের বিভিন্ন প্রণোদনা অসহায় ও গরিব মানুষরা যাতে পায় সেদিকে নজর দিতে তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা দেন। অনুষ্ঠানে মেয়র দুস্থ ও অসহায় ২০০ জনকে চাল, ডাল, চিনি ও সেমাই বিতরণ করেন।