ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্থায়ী অবকাঠামো পেল রাজধানীর কৃষক বাজার

স্থায়ী অবকাঠামো পেল রাজধানীর কৃষক বাজার

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এখন থেকে প্রতিদিনই বসবে কৃষক বাজার। এতদিন অস্থায়ী অবকাঠামোতে শুধুমাত্র শুক্র ও শনিবার দুই দিন বেচাকেনা হতো বাজারটিতে। গতকাল কৃষক বাজারের স্থায়ী অবকাঠামো উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। সভাপতিত্ব করেন কৃষি বিপণনের মহাপরিপচালক মো. মাসুদ করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল আওয়াল, সাবেক কৃষি বিপণনের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারি, এফএও’র প্রতিনিধি ছিলেন নুর খন্দকার। অনুষ্ঠানে কৃষক বাজার নিয়ে উপ-পরিচালক মফিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এফএও’র পক্ষ থেকে বাজার আনুষ্ঠানিকভাবে কৃষি বিপণনের কাছে হস্তান্তর করা হয়। এতদিন সংসদের সামনে সেচ ভবনে কৃষক বাজার বসেছিল। ২০১৯ সালে ৬ ডিসেম্বর কৃষিমন্ত্রী অস্থায়ীভাবে এই বাজার উদ্বোধন করেছিলেন। সেটারই একটি স্থায়ী কাঠামো পেল। অনুষ্ঠানে জানানো হয়, এমন একটি মার্কেট করে দিতে আনুষ্ঠানিক পত্র দিলে এফএও’র নিজস্ব ফান্ডে প্রকল্প তৈরি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত