ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করল ঢাকা ওয়াসা

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করল ঢাকা ওয়াসা

গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির কাছ থেকে এ উপলক্ষ্যে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব মুহম্মদ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৭.১৮ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করে। এখানে উল্লেখ্য, ঢাকা ওয়াসা গত ২০২০-২১ অর্থবছরে প্রথম স্থান ও ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় স্থান এবং ২০১৮-১৯ অর্থবছরে প্রথম স্থান অধিকার করেছিল। এজন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস কর্ম সম্পাদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ঢাকা ওয়াসার সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ঢাকা ওয়াসার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বস্তুত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচির মাধ্যমে বিগত ১৪ বছরে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করেছে। ঢাকা ওয়াসা রাজধানীবাসীর পানির চাহিদার উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা ওয়াসা পানি সরবরাহের ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে আজ ‘রোল মডেল’। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি ঢাকা ওয়াসার কর্মকাণ্ড সঠিক নির্দেশনা ও সহযোগিতা দিয়ে ঢাকা ওয়াসার কাজে গতি এনেছেন। এজন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত