ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন আজ। ঘরে ঘরে এখনো ঈদ আনন্দ। তবে এরই মধ্যে জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। এবার কোরবানির ঈদে সরকারি ছুটি ছিল চার দিন। গত ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি এবং গতকাল সাপ্তাহিক বন্ধ শেষে আজ খুলবে সরকারি অফিসগুলো। তবে বেসরকারি অনেক অফিস গতকাল খোলা ছিল, যার কারণে গত শুক্রবার থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এছাড়া শ্রমজীবী ও ব্যবসায়ীরাও জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট ঘুরে দেখা যায়, সরকারি-বেসরকারি চাকরিজীবী থেকে শুরু করে শ্রমজীবী ও ব্যবসায়ীদের অনেকে ফিরছেন রাজধানীতে। তেমনি একজন হোটেলের বাবুর্চি মো. জহিরুল ইসলাম। তার বাড়ি শরীয়তপুরে। রাজধানীর মিরপুর-১১ তে থাকেন। ঈদের আগের দিন বাড়িতে গেছেন তিনি। গতকাল আবার জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন। বেলা ১১টায় ফার্মগেটে জহিরুলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল ৮টায় বাসে উঠে ১০টার দিকে বাবুবাজার ব্রিজ নেমেছি। সেখান থেকে একটি বাসে করে এখন ফার্মগেট এসেছি। এখন আরেকটি বাসে করে মিরপুর যাব। জহিরুল বলেন, বাড়িতে বাবা, মা ও ভাইরা আছে। তাদের ছেড়ে আসতে তো ইচ্ছা করে না। কিন্তু হোটেল খোলা। তাই অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। এদিকে কারওয়ান বাজারের অনেক ব্যবসায়ী ঈদে বাড়ি যাননি। আবার যারা গেছেন তাদের বেশিরভাগই ফিরে আসেননি। তবে কিছু কিছু ব্যবসায়ী জীবিকার তাগিদে এরই মধ্যে নগরীতে ফিরে এসেছেন।