প্রতিদিন পরিচ্ছন্ন পরিবেশ উপহার পাবে নগরবাসী

বললেন রসিক মেয়র মোস্তফা

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরের মানুষের অভিযোগ দিনের বেলা ক্লিনিং করলে নানা হ্যাজাড তৈরি হয়। দিনের বেলা বর্জ্যবোঝাই গাড়ি গেলে বিভিন্ন ধরনের সমস্যাসহ নানা অভিযোগ ছিল। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সিটি পরিষদে সিদ্ধান্ত নিয়ে পহেলা জুলাই থেকে ক্লিনিং টাইমিংটা পরিবর্তন করেছি। পহেলা জুলাই থেকে শুরু হলো রাত্রীকালীন বর্জ্য অপসারণ কার্যক্রমের যাত্রা। ইনশাআল্লাহ আমরা মনে করি সবার সহযোগিতা থাকলে প্রতিদিন সকাল বেলা একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার পাবে নগরবাসী। এরই লক্ষ্যে আমাদের কর্মযাত্রা শুরু। গত শনিবার রাত ১১টায় নগর ভবনের সামনে রাত্রীকালীন বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রসিক মেয়র মোস্তফা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের তিনজন কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আছে, প্রতিটি ওয়ার্ডে সিও আছেন, ঝাড়ুদার আছেন, সব মিলে আমাদের বিশাল একটা কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে আমরা একটা পরিচ্ছন্ন নগর উপহার দিতে চাই। এলাকার সাধারণ মানুষের বিশেষ করে সিটিবাসীর নাগরিকের যে দায়িত্ব, তা যদি সিটিবাসী পালন করে তাহলে আমাদের সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ আমরা রংপুরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেয়ার জন্য আমাদের যে প্রাণান্তকর চেষ্টা তা সফল হবে। মেয়র বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা টিমওয়ার্ক করে আমাদের এই কাজটা সম্পন্ন করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, রসিক প্যানেল মেয়র প্যানেল মেয়র মো. মাহাবুবার রহমান মঞ্জু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহামুদ হাসান মৃধা, বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন জোনের প্রধান মিজানুর রহামন মিজু, হাসান রাহি ও শাহিনুর রহমান শাহিন প্রমুখ।