কাজ না হলে ময়লা পানিতে নেমে ধর্মঘট করব : শামীম ওসমান

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নগর ডেস্ক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান বলেছেন, ৩০-৪০ লাখ মানুষ আমার এলাকায় থাকে। ইন্ডাস্ট্রির ময়লা-আবর্জনাসহ বিষাক্ত ময়লা ডিএনডি বাঁধের পানিতে। এটা যদি অপসারণ করা না হয় তাহলে আমি ওই ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করব। গতকাল সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, আমার প্রত্যাশা আছে কারণ পানিসম্পদ মন্ত্রী আমাকে কথা দিয়েছেন। তিনি বলেছেন, কয়েকটা দিন সময় দিন। ডিএনডি প্রজেক্টের জন্য এক হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শামীম ওসমান বলেন, সিটি করপোরেশনের কাছে অনুরোধ সিদ্ধিরগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করেন। পানিটা যেন ডিএনডি খালে যায়। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা পানিতে নেমে বসে থাকব।