সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গত সোমবার দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। পবিত্র হজ পালনকালে তিনি সবার কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ দোয়া করেন।