গতকাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম দিন পালিত হয়েছে। ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পিজিআর কমান্ডার তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশে দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য সব গার্ডস সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান রূপে স্বীকৃতি লাভকারী পিজিআর’কে বর্তমান অবস্থানে আনতে কারিগর হিসেবে দায়িত্ব পালনকারী প্রাক্তন সব সদস্যকে আন্তÍরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে এই রেজিমেন্টকে আরো অধিক সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় এবং রেজিমেন্ট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত), সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা।