নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঘুমন্ত স্ত্রী ও সন্তানকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুক্তভোগী মোর্শেদা আক্তার ও তার কন্যাশিশু মারিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ জুন উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গতকাল দুপুরে এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা সাহেদা বেগম। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মোর্শেদা প্রথম স্বামীকে তালাক দেয়ার পর তার একমাত্র কন্যাশিশু মারিয়াকে নিয়ে মায়ের সঙ্গে বসবাস করছিলেন। গত পাঁচ মাস আগে গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে খোকন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে মোর্শেদার বিয়ে হয়। বিয়ের পর থেকে মোর্শেদার সন্তানকে বাবার বাড়ি রেখে আসতে শারীরিক ও মানসিক নির্যাতন করেন তার স্বামী। গত তিন মাস আগে মোর্শেদাকে বেধড়ক পিটিয়ে সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর থেকে মোর্শেদা তার কন্যা মারিয়াকে নিয়ে ফের মা ও বাবার সঙ্গে বসবাস করে আসছেন। গত ২৩ জুন রাতে মোর্শেদার শোবার ঘরের জানালার ফাঁকা দিয়ে সিরিঞ্জের মাধ্যমে অ্যাসিড নিক্ষেপ করেন খোকন। এতে তার স্ত্রী মোর্শেদার ডান পায়ে ও তার কন্যাশিশু মারিয়ার মুখ ঝলসে যায়। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।