সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটন কেন্দ্র সাদাপাথরে পানিতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ধলাই নদের উৎসমুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়। নিহত আব্দুস সালাম ঢাকার মিরপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে। মিরপুর থেকে তারা ছয়জন সাদাপাথর এলাকায় বেড়াতে এসেছিলেন। ওসি হিল্লোল জানান, গত রোববার দুপুর আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে প্রবল স্রোতে ভেসে যান ওই যুবক। ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে কাজ করলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল সকালে তার মরদেহটি ভেসে উঠার খবর পেয়ে তা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ময়নাতদন্ত শেষে লাশ তার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।