ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

রংপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী। বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে। রংপুরের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, বুলেট জ্বরে আক্রান্ত হয়ে গত গত সোমবার ভর্তি হয়েছিলেন। পরের দিন তার মৃত্যু হয়। কিন্তু মেডিকেল কলেজ থেকে এখনো আনুষ্ঠানিক ই-মেইল পাইনি। তিনি আরো বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি কর্পোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত