ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মশার উৎস খুঁজতে ডিএনসিসিতে ড্রোন ব্যবহার

মশার উৎস খুঁজতে ডিএনসিসিতে ড্রোন ব্যবহার

বিভিন্ন ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিত করার লক্ষ্যে ড্রোন ব্যবহার করে সার্ভে কার্যক্রম পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল আছে কি না, তা দেখতে সার্ভে কার্যক্রম শুরু করে সংস্থাটি। সার্ভে কার্যক্রম পরিচালনায় অংশ নিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এডিস মশা নিধনে ড্রোনের সাহায্যে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না, মশার প্রজনন উপযোগী পরিবেশ হলো কি না, এ বিষয়ে আমরা ড্রোন ব্যবহার করছি। আর এসব সার্ভে করার জন্য প্রতিটি বাড়ির ছাদে কর্মীদের পৌঁছানো সম্ভব নয়, তাই আমরা ড্রোন ব্যবহার করছি।

সার্ভে করার পাশাপাশি কোনো বাড়ির ছাদে এমন পরিস্থিতি দেখা গেলে আমাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত