ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লার্ভার তথ্য দিলে ১৫ মিনিটেই পৌঁছে যাবে মশককর্মী

বললেন তাপস
লার্ভার তথ্য দিলে ১৫ মিনিটেই পৌঁছে যাবে মশককর্মী

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল কিংবা লার্ভা পাওয়া যেতে পারে এমন স্থান ও স্থাপনার তথ্য দিয়ে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র জানিয়েছেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে ১৫ মিনিটের মধ্যেই সিটি করপোরেশনের মশককর্মী সংশ্লিষ্ট স্থানে পৌঁছে মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ গ্রহণ করবেন। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেল সংলগ্ন হাতিরঝিল জল নিষ্কাশন যন্ত্র পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসি মেয়র এ কথা জানান। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমি বারবার বলেছি, আবারও ঢাকাবাসীকে বিনীত অনুরোধ করছি- আপনারা যেখানে মনে করবেন যে লার্ভা পাওয়া যেতে পারে বা আশঙ্কা করবেন পানি জমে আছে, তাই লার্ভা হতে পারে- তাহলে তা আমাদের জানান। জানানো মাত্রই ১৫ মিনিটের মধ্যে আমাদের মশককর্মী, মশক সুপারভাইজরসহ গিয়ে সেই লার্ভা ধ্বংস করে, পানির আধার বিনষ্ট করে সেই জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিতে পারবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত