বরিশালে রহস্যময় যুবক

আতঙ্কে নগরবাসী

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল নগরীতে গত একম াসে প্রায় অর্ধশত দোকান ও বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে একজনই এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী। মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত আছে। ভূক্তভোগীদের অভিযোগ, গত ২০ মে রাত ১টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মিতালী প্লাজার টিন কেটে ভেতরে চুরি করে এক যুবক। এ সময় মুখে টর্চ লাইট নিয়ে পরপর আরো ৯টি দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটায় সে। এ সময় দোকানগুলো থেকে লুট করে নেয় কয়েক লাখ টাকা। এরপর একই প্রক্রিয়ায় রাতে নগরীর জেলখানা মোড়, সিঅ্যান্ডবি রোড, করিম কুটির, সিকদারপাড়া, আমতলার মোড় এলাকায় চুরির ঘটনা ঘটে। গত এক মাসে নগরীর একাধিক স্থানের ৪০টি দোকানে চুরির ঘটনা ঘটলেও পুলিশ জড়িত কাউকে আটক করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকার দোকানদার আসিফ জানান, একই দিন ধারাবাহিকভাবে ৯টি দোকানের টিন কেটে এক যুবক চুরি করেছে। এ চক্রকে আটক করতে থানায় অভিযোগ দিয়েও কোনো সুরহা হয়নি।