বাঘায় ফেনসিডিলের চালানসহ আটক দুই

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় হেরোইন এবং গাঁজা উদ্ধারের রেকর্ডের রেশ কাটতে না কাটতেই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে স্মরণকালের বড় ফেনসিডিলের চালান আটক করেছে। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের একটি আম বাগানে ভারত থেকে পাচার করে আনা ৭৪৩ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় জেলা ডিবির এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ দুইজন ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে মো. চপল আলী এবং ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে মো. জামরুল শেখ (৩৪)। জানা গেছে, আটক ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই এই পরিমাণ ফেনসিডিল পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যরা আম গাছে উঠে অপেক্ষা করতে থাকে।