রংপুর মহানগর ও মেডিকেল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে রংপুর জেলা ছাত্রলীগের কমিটিও স্থগিত ঘোষণা করেছে। গত মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ও স্থগিতের বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তের কারণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করা হলেও রংপুর জেলা কমিটি স্থগিতের কোনো কারণ বলা হয়নি। তবে একটি সূত্র জানায়, গত সোমবার রংপুরে বিভাগীয় ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেভাবে বিভাগীয় সমাবেশ হওয়ার কথা সেরকম কোনো প্রস্তুতি লক্ষ্য করা যায়নি। উপস্থিতিও ছিল অনেক কম। জেলা ও মহানগর সমাবেশটিতে তেমন কোনো ভূমিকা রাখতে না পারায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ চরম ক্ষুদ্ধ ও মনোক্ষুদ্ধ হন। সেই জের ধরেই বিভাগীয় ছাত্র সমাবেশের একদিন পর রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। ওই অভিযোগে একই সঙ্গে রংপুর জেলা ছাত্রলীগের কমিটিও স্থগিত করা হয়। এ বিষয়ে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন জানান, কমিটির মেয়াদ শেষ হয়েছে, তাই কেন্দ্রীয় কমিটি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এ সময় স্বাধীন আগামীতে মহানগর ছাত্রলীগের কমিটিতে আরো ডাইনামিকরা নেতৃত্বে আসুক সেটাই কামনা করেছেন। সেই সঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার রাতেই সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের কক্ষে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় কক্ষের আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রমেক ক্যাম্পাসের পিন্নু ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এই খবর শুনে সন্ধ্যায় কক্ষ থেকে বাইরে যাই। পরে কক্ষে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে কলেজ প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানাই। দলের কতিপয় কর্মীর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।