ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

ক্রেন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

রাজধানীর কদমতলীর মুন্সীখোলা এলাকায় কারখানায় কাজ করার সময় ক্রেন থেকে পড়ে রাকিব নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

গতকাল দুপুর পৌনে ১টার দিকে মুন্সীখোলা ফ্যামাস স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু রং মিস্ত্রিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। ফ্যামাস স্টিল মিলের সুপারভাইজর মো. সাগর হোসেন জানান, সকাল থেকে ১৫ জন মিস্ত্রি মিলে কারখানায় রংয়ের কাজ করছিলেন।

রাকিব ক্রেনের উপরে দাঁড়িয়ে রঙের কাজ করার সময় হঠাৎ সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় অবহিত করা হয়েছে। রাকিবের বাড়ি ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট গ্রামে। তার বাবার নাম মো. হারুন মিয়া। বর্তমানে কদমতলীর রায়েরবাগ এলাকায় থাকতেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত