ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রন্থের মোড়ক উন্মোচন

রাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক : স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

রাবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও গ্রন্থকার বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম। চার অধ্যায়ে বিন্যস্ত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক : স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থটির প্রবন্ধসমূহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা ও গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে লেখকের ভাবনা ও পর্যবেক্ষণ সম্পর্কে অভিমতের প্রতিফলন দেখা যায়। ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, গ্রন্থটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে লেখকের যেসব অনুভূতি ও মতামত প্রকাশ পেয়েছে তা আমাদের মধ্যে চিন্তার সৃষ্টি করে, আবার পথেরও দিশা দেয়; যা আমাদের জন্য সহায়ক হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য এ বইয়ে সম্যক আলোচিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত