কালীগঞ্জে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা: নিহত এক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে একজনের মৃত্যু ও আরো পাঁচজন আহত হয়। আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন কাঁটার পাড় এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার মধ্যরাতে ৬ ব্যক্তি একটি কালো নোহা হাইস প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন। প্রাইভেট কারটি রাত সাড়ে ১২টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন কাঁটার পাড় এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায় এবং সব আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে (৩৫) মৃত ঘোষণা করেন। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রশিদের পুত্র। আহত আরোহী সিদ্দিকুর রহমান, ইথিনা, অহনা, মারিয়া ও ড্রাইভার আ. ছাত্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।