ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামেক হাসপাতালে ছয় ডেঙ্গু রোগী ভর্তি

রামেক হাসপাতালে ছয় ডেঙ্গু রোগী ভর্তি

রাজশাহীতেও ডেঙ্গু রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। এরইমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া যায়। ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীরা ঢাকা থেকে আগত। তবে শনাক্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরা হলেন- রাজশাহীর বোয়ালিয়ার সিদরাতুল, রাজশাহী জেলার বাঘার পাপ্পু, নাটোর জেলার সিংড়ার বিপাশা খাতুন ও গুরুদাসপুরের সোহেল রানা, নওগাঁ জেলার মান্দার মনিরা এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারার রাহুল। এদের মধ্যে পাপ্পুর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। সিদরাতুলের মা জানান, ঈদ করতে ঢাকায় যান। সেখানে হালকা জ্বরসহ পেট ও মাথাব্যথা দেখা দেয়। জ্বরের মাত্রা অতিরিক্ত হলে গত ৩ জুলাই ঢাকা থেকে রাজশাহী চলে আসি। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতলে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পরে। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ জুলাই রামেক হাসপাতলে ভর্তি করায়। এখানে চিকিৎসা নেয়ার পর তার ছেলের অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। রোগীর আত্মীয়রা জানান, তারা সবাই ঢাকায় কেউ বেড়াতে বা কর্মরত থাকা অবস্থায় মশার কামড়ে এই রোগে আক্রান্ত হয়ে বাসায় আসে। পরে অবস্থার অবণতি হলে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার কথা জানতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত