বিইউপিতে ফ্রেশারস রিসিপশন অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফ্রেশারস রিসিপশন ২০২৩ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (মনপুরা মাঠ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিইউপির উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন শিক্ষার্থীদের বিইউপির বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক দিক সম্পর্কে অবহিত করেন। প্রধান অতিথি উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব তার বক্তব্যের শুরুতেই বিইউপিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যে তারা তাদের জীবনের একটি উল্লেখযোগ্য এবং নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে তারা জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি আরো বলেন, যে বিইউপির লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে তৈরি যাতে তারা কর্মের মাধ্যমে পরিবার, দেশ, জাতি এবং সমাজে সুপরিচিত হতে পারে। এছাড়া অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ আরো উপস্থিত ছিলেন বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা।