কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিরুল ইসলাম ওরফে রাশেদ উদ্দিন (৩৪) নামে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিনগত ভোর রাতে অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়। আমিরুল ইসলাম ওরফে রাশেদ উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া থানার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে। কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আমিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, আমিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বিচারাধীন বন্দি হিসেবে গত ২০১১ সালের ১৩ নভেম্বর নোয়াখালী জেলা কারাগারে আসেন। পরে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।